ময়মনসিংহের গৌরীপুরের চৌকিদার রজব আলী হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ ছাড়া তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন,আ:কদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া, আবু বকর, আতিউল্লাহ, মতিউর রহমান মতি ও ফকর উদ্দিন। তাদের মধ্যে আসামি তারা মিয়া পলাতক রয়েছে। বাকিদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। তাদের মাঝে আ.কদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া ও আবু বকর সহোদর ভাই। তারা গৌরীপুর উপজেলার বাহেরাতলা গ্রামের মোকাল হোসেন মুন্সির ছেলে।
অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তারা হলেন, আহসান উল্লাহ, আক্কাস আলী ও আবাদ উল্লাহ। আদালতের বেঞ্চ সহকারী মো.মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ২০০৬ সালের ১২ অক্টোবর গৌরীপুর উপজেলার বাহেরতলা এলাকায় আসামিদের হামলায় খুন হন স্থানীয় চৌকিদার রজব আলী। এ ঘটনায় নিহতের ছেলে হারুন অর রশিদ বাদি হয়ে ১১ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এরপর আসামিদের মধ্যে একজন মারা যায়। ওই মামলায় বাকি আসামিদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।