ঝালকাঠির রাজাপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যায় আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ সম্প্রসারণ , নিরাপদ মৎস্য উৎপাদন ও সংরক্ষণের মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিবছরের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২৩ এর।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজলো প্রঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রদান প্রাদন সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা পরিষদ অডিটরিয়মে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আযোজনে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচির (ভার্চুয়াল যুক্ত হয়ে ) উদ্বোধন করেন ঝালকাঠি-১ ( রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ¦ বজলুল হক হারুন।
এমএফও মাহামুদুল হাসানের সঞ্চলনায় সহকারি কমিশনার ভুমি ফারজানা ববি মিতু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান , মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ।
রাজাপুর উপজেলায় মৎস্য উৎপাদন, মৎস্য খাতে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক। অনুষ্ঠান শেষে তিনজন সফল মৎস্য চাষীর হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।
র্যালী ও আলোচনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ সহ উপকারভোগী মৎস্য জীবিরা উপস্থিত ছিলেন।