নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি’র নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নিজস্ব অর্থায়নে নিজ হাতে এলাকার সাত শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার, আনসার ও ভিডিপি এবং গ্রাম পুলিশদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, ধনী, দরিদ্র সবাইকে নিয়ে পবিত্র ঈদ উদযাপন করা আমাদের নৈতিক দায়িত্ব। এলাকায় কোন অসহায় মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবেনা। সবার মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।
ইতোপূর্বে সরকারের পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষ থেকেও ঈদ উপহার দেওয়া হয়েছে।
বক্তব্যে শিল্পমন্ত্রী আরও বলেন, গত সংসদ নির্বাচনে আপনারা আমার পাশে ছিলেন। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। অনেকেরই সব সময় আমার কাছে যাওয়ার সুযোগ হয় না। এ জন্য আমি উপহার নিয়ে আপনাদের কাছে এসেছি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা মহিলালীগের সভাপতি ইশরাত জাহান তামান্না প্রমুখ।