November 21, 2024, 6:28 am
শিরোনাম:
শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে জাতীয় যুব পুরস্কার পেয়েছেন কক্সবাজারের নুরুল আফসার শিকদার মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন মনোহরদীতে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মনোহরদীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ মনোহরদীতে জনমত জরিপ ও প্রচার-প্রচারণায় এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী তৌহিদ সরকার মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী “আলোকিত গোতাশিয়া” ফেসবুক গ্রুপের পক্ষহতে ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে অসহায়দের মাঝে শিল্পমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে ব্রহ্মপুত্র নদী থেকে বালু উত্তোলনের দায়ে খননযন্ত্র ও বালুর স্তুপ জব্দ এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন মনোহরদীর ইউএনও হাছিবা খান

মনোহরদীতে জনমত জরিপ ও প্রচার-প্রচারণায় এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী তৌহিদ সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, মে ১৯, ২০২৪
  • 195 দেখুন

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যচ্ছে মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলায় চেয়ারম্যান পদে প্রচারণায় ও জনমত জরিপে এগিয়ে রয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তৌহিদ সরকার। নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা।

নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে গ্রাম-গঞ্জের হাটবাজার, অলিগলিসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জয় করতে প্রতিটি প্রার্থীই চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।

এদিকে উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, মাইক প্রতীকের গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে মাইক প্রতীকের পক্ষে বিপুল জনসমর্থন লক্ষ্য করা গেছে। গ্রহণযোগ্যতা ও প্রচারণায় বহুগুণ এগিয়ে রয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তৌহিদ সরকার।

উপজেলায় সাত জন ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট যুদ্ধে ও জনমত জরিপে এগিয়ে রয়েছেন মাইক মার্কা।

স্থানীয় বেশ ক’জন ভোটার বলেন, তৌহিদ সরকার একজন তরুণ প্রজন্মের মধ্যে সৎ, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির। বিপদে, দূঃসময়ে আমরা তার নিকট থেকে বিভিন্ন ভাবে সহযোগীতা পেয়েছি এবং এখনো পাচ্ছি। আমরা আসন্ন মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের একজন সৎ নির্বিক জনপ্রতিনিধি হিসেবে তাকেই দেখতে চাই।

তৌহিদ সরকার বলেন, জনগন আমাকে নির্বাচিত করলে আমার জনসেবা করার পরিধি আরো বৃদ্ধি পাবে। এলাকার রাস্তা ঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবো। এলাকার সচেতন মানুষদের সঙ্গে নিয়ে সন্ত্রাস চাঁদাবাজী, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ ইভটিজিং রোধে সোচ্চার হবো । আমি আমার ভালো কাজগুলোর মাধ্যমে জনগনের হৃদয়ে বেঁচে থাকতে চাই । এলাকায় মানুষের সাথে মত বিনিময় ও জনসংযোগকালে ব্যাপক সাড়া পাচ্ছি। তাই জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

জেলা নির্বাচন অফিস সূত্রমতে, মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে ২ লাখ ৪১ হাজার ৩০টি ভোটের বিপরীতে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৭জন, ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৪ জন মোট ১৬জন সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

https://bd24news.com © All rights reserved © 2022

Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102