সাতক্ষীরার তালা সদরে ডাঙ্গানলতা এলাকায় সরকারী রাস্তার পাশ থেকে একটি বৃহদাকারের শিশু গাছ কর্তনের অভিযোগ উঠেছে।শুক্রবার সকালে ছুটির দিন থাকার সুযোগে ২০ হাজার টাকা মূল্যের ঐ শিশুগাছটি কর্তন করেন ডাঙ্গানলতা গ্রামের আব্দুল আলি। সে উপজেলার তালা সদর ইউনিয়নের ডাঙ্গানলতা গ্রামের ফজলুর রহমান শেখ’র ছেলে।
অভিযোগে জানাযায়, শুক্রবার (৬ নভেম্বর) সকালে আব্দুল আলি তার জমির মাথায় সরকারী রাস্তার পাশ থেকে বৃহদাকারের একটি শিশু গাছ কর্তন করেন ।খবর পেয়ে সরেজমিনে গেলে গাছ মালিক আব্দুল আলী এ প্রতিনিধিকে জানান তিনি প্রশাসনের অনুমতি নিয়েই গাছ কাটছেন।
এসময় তিনি স্থানীয় জাতপুর পুলিশ ফাড়ির উপ পরিদর্শক মাসুম বিল্লাহর ভিজিটিং কার্ডও দেখান। ভিজিটিং কার্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তিনি বলেন আমি কোন অনুমতি দেয়নি। গাছ কর্তনের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখনি পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে দিব। তবে আব্দুল আলির দাবি, গাছটি তার জমির সীমানায় ।তাই তিনি গাছ কাটছেন।অন্যদিকে স্থানীয় একটি মহলের দাবি,গাছটি সরকারী রাস্তার পাশের এবং তা সরকারী সীমানায়।
এবিষয়ে বিকালে জাতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুম বিল্লাহর নিকট গাছ কাটা বন্ধ করেছেন কিনা জানতে চাইলে তিনি এপ্রতিনিধিকে বলেন, গাছ কাটা বন্দ আছে কিনা আমি তা তো জানিনা ভাই । সকালে আপনি বলেছিলেন এক্ষুনি পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্দ করে দিচ্ছি, বলতেই তিনি বলেন,ভাই ঘটনা হইছে আমরাতো এখানে চাকরি বাকরি করতে আসছি। আমি একটু অন্য কায়দায় চাকরি করি।ভাই ঘটনা হলো আপনারা এক জায়গায় যেয়ে ফোন দিলেই তো আর আমি সময় সুযোগ না করে তো যেতে পারি না।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল এপ্রতিনিধিকে জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্দ করে দেওয়া হয়েছে।
এব্যাপারে সচেতন এলাকাবাসী রাস্তার জমির জরিপপূর্বক বিষয়টির সমাধানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।