বাগেরহাট জেলার কচুয়া উপজেলার (কচুয়া বাজার, মীর মার্কেটে) পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্ধোধন করেন সাচিব ও বিপিএইচসিডিওএ এর সভাপতি ডা: মোশাররফ হোসেন।
এ সময় অন্যন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কম্পেক্লের আর এম ও ডা: মনিসংকর পাইক, কচুয়া উপজেলা ভাইচ চেয়ারম্যান মো: ফিরোজ শিকদার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মীর ফসলে সাইদ ডাবলু , পেশেন্ট কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মো: হাসিবুর রহমান, কচুয়া সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: মামুন শেখ।
এছাড়া স্থানীয় রাজনৈতিক,মেডিকেল কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, সুশিল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রধান অতিথি বলেন, নতুন আঙ্গিকে পথ চলার জন্য পেশেন্ট কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারকে শুভেচ্ছা জানাই। তারা যেন সঠিক ভাবে সঠিক মান বজায় রেখে রোগীর সেবা করবে বলে আমি আশা করি এবং এর উত্তর উত্তর সাফল্য কামনা করি।
পেশেন্ট কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মো: হাসিবুর রহমান বলেন, আমাদের এই প্রতিষ্টানে আগে সামন্য কিছু টেস্ট করা হত, বড় কোন টেস্ট করাতে হলে রোগীদের হয় বাগেরহাট শহরে অথবা খুলনা যেতে হত কিন্তু আমরা আজ আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, মেশিন স্থাপন করেছি যার ফলে এই এলাকার লোকজনকে আর জেলা শহরে যেতে হবে না। আমরা খুব অল্প সময়ে, স্বল্প খরচে রোগীদের সেবা দিতে পারব।