ভাস্কর্য এবং মুর্তি এক জিনিস নয় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের বিক্ষোভ সমাবেশে অংশ হিসাবে বিক্ষোভ ও বিশাল সমাবেশে আয়োজনে করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বড়াইগ্রাম উপজেলা শাখা নাটোর জেলা।
সোমবার বিকেল ৫টায় বনপাড়া পৌরসভার সামনে পাবনা -নাটোর মহাসড়কে বড়াইগ্রাম যুবলীগের আহ্বায়ক জুলফিকার মতিনের সভাপতিত্বে সন্ত্রাস-জঙ্গিবাদ বঙ্গবন্ধুর ভাস্কর অবসারণ সাম্প্রদায়িকতা এর প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ আওয়ীমীলীগ অংশগ্রহণ করে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বনপাড়া পৌর মেয়র ও বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা ,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বনপাড়া পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় নেতা আতাউর রহমান আতা , সাবেক যুবলীগের আহ্বায়ক কাজী ইউসুফ আব্দুল্লাহ, যুবলীগ নেতা মোহাম্মদ শাহিন সোনার ,সাবেক ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান জিন্না,বনপাড়া শহর ছাত্রলীগের সভাপতি শাকিব সোনার ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াল।
এছাড়া মুক্তিযোদ্ধা শুধু সমাজ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শ, অনুপ্রেরণা ,বাংলাদেশ ,আমরা জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাস্কর ও আদর্শকে ধরে রাখবো।