ময়মনসিংহে ৩ শতাধিক দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করলেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান ও পুনাক সভানেত্রী কানিজ আহমার। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত নগরীর অলিগলি ও রেলওয়ে স্টেশনের প্লাটফরম ও লাইনের পাশে বস্ত্রহীন থাকা অসহায়, হতদরিদ্র, পথশিশু, পঙ্গু, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে এই কম্বল ও মাস্ক বিতরণকালে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পত্নী ও ময়মনসিংহ পুনাকের সভানেত্রী কানিজ আহমার, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, ফজলে রাব্বি, হাফিজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, রেলওয়ে থানার ওসি মাজহারুল হক, ১ নং ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক দুলাল আকন্দ ও কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার ও পুলিশ সুপারপত্নী বলাশপুরে একটি এতিমখানায় অর্ধশত এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে কম্বল বিতরণ করেন।
পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। শীতের শুরুতেই কম্বল পেয়ে হত দরিদ্র জনগোষ্ঠী অনেক খুশি হয়েছে।