ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌরনির্বচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওেয়া হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ নিয়েছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেওয়ান মো. সারওয়ার জাহান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদ প্রার্থী এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শামছুন্নাহার ভূঁয়াসহ পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র, কাউন্সিলার প্রার্থী ও তাদের সমর্থকগণ।
পরে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেওয়ান মো. সারওয়ার জাহান পৌরসভার ৭নং ওয়ার্ডে শাহজাহান সাজু, ৮নং ওয়ার্ডে বাবুল হোসেন, সংরক্ষিত ৩নং ওয়ার্ড (৭,৮,৯) পারভীন আক্তার, ২নং ওয়ার্ড (৪,৫,৬) নিলুফা ইয়াসমিন রত্নাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
প্রসঙ্গত, পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এসএম ইকবাল হোসেন সুমন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহ আব্দুল্লাহ আল মামুন, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলার প্রার্থীসহ মোট ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুজন সাধারণ কাউন্সিলার ও দুজন সংরক্ষিত কাউন্সিলারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সুষ্ট নির্বাচনের আশ্বাস প্রদান করে জানান সুষ্ট নির্বাচনের জন্য যা করা প্রয়োজন তাই করবে নির্বাচন কমিশন।