কুষ্টিয়ায় রাতের আধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
আজ শনিবার প্রায় দের ঘন্টাব্যাপী উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে এসব প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন উপজেলার সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীগণ। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সহাকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এস এম সানোয়ার রাসেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, চরজিতর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসবাহ উদ্দিন, ফানুর আশরাফুল উলুম মাদ্রাসার হল সুপার জমির উদ্দিন খান, চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কৈরি, আমার বাড়ি আমার খামারের কর্মসূচী সংগঠক এস এম ফারুক,মনিলাল বনিক,তুষার কর প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতার সম্মানের প্রতি আঘাত আসলে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে। একটি মহল উস্কানিমূলক বক্তব্য দিয়ে সহজ-সরল মানুষকে উসকে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। যা কোনভাবেই কাম্য নয়। এজন্য সকলকে সজাগ থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু কিছু মৌলবাদ, ভণ্ড পীরের অপব্যখ্যায় স্বাধীন বাংলাদেশের স্থপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কোনো ভাবেই মেনে নেয়া যায় না। এসব ভণ্ড পীর, আলেমদের অপব্যখ্যায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। এবং সরকারের কাছে প্রকৃত অপরাধিদের দৃষ্টান্ত স্বাস্তীর দাবি জানান।