ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে খলিলুর রহমান ( ৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার রাধাকানাই ইউনিয়নের টুক্কির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই দায়ের করা মামলায় বড় ভাই আজহারুল ইসলাম ওরফে খোকনকে গ্রেপ্তার করেছে থানি পুলিশ।
পুলিশ ও স্থানীয়বাসী জানায়, বেশ কিছুদিন ধরে টুক্কির পাড় গ্রামের আব্দুল আজিজের দুই ছেলে আজহারুল ইসলাম ওরফে খোকন ও খলিলুর রহমানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার ছোট ভাইয়ের গোয়াল ঘরের মাটি কেনে নেন বড় ভাই আজহারুল ইসলাম। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই বাড়ির উঠানে থাকা পেয়ারা গাছের কাটা ডাল দিয়ে ছোট ভাই খলিলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় খলিলকে উদ্ধার করে ওই দিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বুধবার রাতে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ রাতেই বড় ভাই আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে।
এব্যাপারে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, মামলা হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে বড় ভাই খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।