ময়মনসিংহে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। বৃহস্পতিবার সকালে প্রায় ঘন্টব্যাপী ময়মনসিংহ লাইন্সে এই সংবর্ধনা দেয়া হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় জাতির জনক, জেলহত্যা, ৭১ এ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তেব্যে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি ব্যারিষ্ট্রার মোঃ হারুন অর রশিদ বলেন, স্বাধীনতা বিরোধী ও তাদের দুষররা বিশৃংখলা সৃষ্টির উদ্দেশ্যে নানা অপতৎপরতা শুরু করেছে। ওদেরকে যে কোন মুল্যে রুখতে হবে। তিনি আরো বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার পুলিশকে অনেক সুবিধা দিয়েছে। সরকারকে তা রিটার্ণ দিতে হবে।
এ জন্য পুলিশী সেবা বাড়াতে হবে। আর এই সেবা দৃশ্যমান করতে হবে। বিট পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে। তাহলেই অপরাধ কমে আসবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। ডিজিটাল পদ্ধতিতে কর্ম সময় এবং মানুষের আর্থিক অপচয় রোধে নিজেদেরকে আরো দক্ষ করতে হবে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ডঃ আক্কাস উদ্দিন ভুঞা।
এছাড়া অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা ও সংবর্ধিতদের মধ্যে অবঃ পুলিশ পরিদর্শক নবী হোসেন, আনোয়ার হোসেন ও আঃ রশিদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, বাছির উদ্দিন, ফারুক হোসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, ফজলে রাব্বি, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সংবর্ধিত শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের সদস্য এবং অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা সদস্যগণ উপস্থিত ছিলেন।