নরসিংদী গীতিকার পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি দুই বছর সময়কাল নির্ধারণ করা হয়েছে। ২০২১ পহেলা জানুয়ারী থেকে ৩১ শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
নরসিংদী গীতিকার পরিষদ এর নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত গীতিকবি এস এম শ্রাবণ কাজী এবং সাধারণ সম্পাদক পদে গীতিকার বাউল আনোয়ার দায়িত্ব পেয়েছেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাউল কবি মোমেন রুমী। ভাইস চেয়ারম্যান গীতিকার আতিকুর রহমান আকাশ প্রধান।
সহ সভাপতি গীতিকার প্রেমিক তাজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক গীতিকার সারফিন সরকার। সহ সাধরন সম্পাদক গীতিকার হোসাইন মাহমুদ। সহ সাংগঠনিক সম্পাদক গীতিকার বাউল শাহ পরান।দপ্তর সম্পাদক গীতিকার হালিম পাঠান।
সম্মানিত সদস্য বৃন্দ গীতিকার হোসেন দেওয়ান। গীতিকার ফজর আলী। গীতিকার মাতাল মোতালেব। গীতিকার আবুল হোসেন। গীতিকার শরিফ উদ্দীন।
দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন পরিপ্রেক্ষিতে সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাউল কবি মোমেন রুমী জানিয়েছেন বাংলার সংস্কৃতি বাউল সংগীতের সুষ্ঠ সঠিকতা বজায় রেখে এগিয়ে যাবো এবং প্রবীন গীতিকার /শিল্পীদের সম্মান বোধ রেখে নবীন গীতিকার / শিল্পীদের সাথে নিয়ে বাংলর সংস্কৃতি কে ধরে রাখার চেষ্টা করবো।
এই পর্যায়ে পরিষদের সভাপতি গীতিকবি এস এম শ্রাবণ কাজী বলেন, আধাত্মিক ধ্যানধারণা চর্চার ক্ষেত্রে বাউল শিল্পীদের অবদান অনেক। আমি সবসময় বাউলদের যে কোনো প্রয়োজনে পাশে আছি। এবং নরসিংদী জেলার নবীন গীতিকারদের নিয়ে নিঃস্বার্থভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমাদের একটাই উদ্দেশ্য স্রষ্টার সৃষ্টি কে সঠিক ভাবে প্রকাশিত করা।নতুন কমিটিতে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাউল কবি মোমেন রুমী ভাই সহ আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নরসিংদী গীতিকার পরিষদ