November 22, 2024, 9:14 pm
শিরোনাম:
শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে জাতীয় যুব পুরস্কার পেয়েছেন কক্সবাজারের নুরুল আফসার শিকদার মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন মনোহরদীতে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মনোহরদীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ মনোহরদীতে জনমত জরিপ ও প্রচার-প্রচারণায় এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী তৌহিদ সরকার মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী “আলোকিত গোতাশিয়া” ফেসবুক গ্রুপের পক্ষহতে ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে অসহায়দের মাঝে শিল্পমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে ব্রহ্মপুত্র নদী থেকে বালু উত্তোলনের দায়ে খননযন্ত্র ও বালুর স্তুপ জব্দ এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন মনোহরদীর ইউএনও হাছিবা খান

দু’বছরেও সন্ধান মেলেনি তালার কানাইদিয়ার বুদ্ধি প্রতিবন্ধী টুম্পার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ২৮, ২০২১
  • 438 দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী টুম্পা খাতুন (১৭) গত প্রায় দু’বছর ধরে নিখোঁজ রয়েছে। গত ২০১৮ সালের ১০ নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে সে আর ফেরেনি। টুম্পার পিতা-মাতাসহ স্বজনরা সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজাখুজির পরও কোথাও খুঁজে পায়নি তাকে। প্রতিবন্দ্বী মেয়ের দুশ্চিন্তায় তার পিতা-মাতা দিশেহারা হয়ে পড়েছে। আসলে টুম্পা কি বেঁচে আছে? নাকি কোথাও গিয়ে তার মৃত্যু হয়েছে? বেঁচে থাকলে তার সন্ধান চেয়েছেন অসহায় পিতা অজেদ আলী গাজী ও জবেদা বেগম।

অজেদ আলী কালের কণ্ঠকে জানান, তার মেয়ে টুম্পার উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি। মুখমন্ডল গোলাকার। গায়ের রং শ্যামলা। নাকে কাটার দাগ রয়েছে। এছাড়া তার ফিটের রোগ আছে। আকষ্মিক মাথা ঘুরে পড়ে ফিট লাগে তার। মেয়েকে ফিরে পেতে সর্বশেষ টুম্পার ছবিসহ নিজের মোবাইল নং দিয়ে প্রচারপত্র ছেড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাংবাদিকদের কাছে মেয়ের ছবিসহ নিখোঁজ সংবাদ প্রচারেরও আহ্বান জানিয়েছেন।

এলাকাবাসী জানায়, গত ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর মেয়েটি বাড়ির পার্শ্ববর্তী রথখোলা বাজারের জনৈক চায়ের দোকানি বখাটে উজান দাশ স্থানীয় টুম্পার শরীরে কেটলির গরম পানি ছুঁড়ে মারে। এতে তার বুক ও পীঠ মারাতœকভাবে ঝলসে যায়। ঐ ঘটনায় স্থানীয় বিভিন্ন অনলাইনসহ গণমাধ্যমে খবর প্রকাশ হলে মেয়েকেটিকে দেখতে তার বাড়ীসহ ঘটনাস্থল পরিদর্শন করেন, তৎকালীণ ইউএনও সাদিয়া আফরিন ও থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল। এসময় তারা তাকে ৪ হাজার টাকা অনুদান প্রদানসহ তালা উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে ভর্তির ব্যবস্থা করেন। ঐসময় টুম্পা সেরে উঠে বাড়িতে ফেরে। তবে এর কিছুদিন পর ১০ নভেম্বর থেকেই নিখোঁজ হয় সে। পিতা অজেদ, মাতা জবেদাসহ স্বজনরা তার ছবিসহ সন্ধান প্রাপ্তির প্রচারপত্র ছাপিয়ে এখনও খুঁজে বেড়াচ্ছেন সম্ভাব্য সব জায়গায়।

মা জবেদা বেগম জানান, সাবালিকা বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে তার। কোথায় আছে? কেমন আছে? আদৌ বেঁচে আছে কিনা এমন শঙ্কায় কাঁদতে কাঁদতে চোখ বসে গেছে তার।

টুম্পার পিতা অজেদ আলী গাজী একজন দরিদ্র দিন-মজুর। একদিন পরের কাজ না করলে দিন চলেনা তাদের। গত দু’বছরে কোন রকম এক পেটা-আধাপেটা খেয়ে পরিশ্রমের সমুদয় অর্থ ব্যয় করেছেন মেয়েটিকে খোঁজার পেছনে। একদিকে মেয়ে হারানোর বিরহ অন্যদিকে বয়সের ভারে যবুথবু অবস্থা তাদের। মৃত্যুর আগে মেয়েটিকে এক নজর দেখে যেতে মরিয়া হয়ে উঠেছেন তারা।

কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে তার পিতা মাজেদ আলীর ০১৭২৭-৪৩০৭৩৩ অথবা ০১৯৪৯-৮৮৬৪৬৩ নম্বর মোবাইলে যোগাযোগের করুণ আর্তি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

https://bd24news.com © All rights reserved © 2022

Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102