ময়মনসিংহের নান্দাইলে বোনের কবর খুড়তে গিয়ে ভাইয়ের-মৃত্যু হয়েছে। জানা যায়-দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মারা যায় প্রতিবেশী চাচাতো বোন। তাঁর কবর খুঁড়তে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন চাচাতো ভাই বাবুল মিয়া (৪০)। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটেছে নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামে।
স্থানীয় সূত্র জানায়,ওই গ্রামের মো. মৌজ আলীর ছেলে বাবুল মিয়া একজন দিনমজুর ও মাছশিকারি। সোমবার শেষ রাতে মারা যান প্রতিবেশী চাচাতো বোন বাহাদুর আলীর স্ত্রী মো. নুরজাহান বেগম (৪০)। ক্যান্সারে দীর্ঘদিন আক্রান্ত থেকে তিনি মারা যান। আজ বুধবার এলাকার সামাজিক গোরস্তানে অন্যদের সাথে বোনের কবর খুঁড়তে যান বাবুল মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুল কোদাল হাতে নিয়ে ওপরের দুর্বাযুক্ত মাটি সরিয়ে কয়েকটা কোপ দিতেই হঠাৎ একটি চিৎকার দিয়ে মাটিতে ঢলে পড়েন। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাফি আদনান জানান, এভাবে হঠাৎ মৃত্যুকে আমরা বলি সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। ভারী কাজ করার সময় হঠাৎ মৃত্যু-হয়ে থাকে।