বাগেরহাট পৌরসভা নির্বাচনে আবারো খান হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান এর আগে দীর্ঘ ১৭ বছর একটানা পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবারো তিনি নতুন ভাবে দায়িত্ব পেলেন। পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ১৮ হাজার ৮শত ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট তম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল পেয়েছেন ৩শত ৩৮ ভোট।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তি পূর্ন পরিবেশে বাগেরহাট পৌরসভা নির্বাচনে প্রথম বারের মতো ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ন পরিবেশে ভোট দিতে পেরে খুশি পৌরসভার ভোটারবৃন্দ। মহিলা, শত-বছরের বৃদ্ধসহ ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, পূর্ব বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খান হাবিবুর রহমান সকাল ৯টায় নাগের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে ভোট প্রদান করেন। বিএনপির প্রার্থী সাঈদ নিয়াজ হোসেন শৈবল বাগেরহাট সরকারী পিসি কলেজ কেন্দ্রে সকাল ১১ টায় নিজের ভোট দেন। বাগেরহাট পৌরসভায় ৩৮ হাজার ২শত জন ভোটারের মধ্যে ১৯ হাজার ২শত ৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ বলেন, কোন প্রকার বিশৃঙ্খলা ও অভিযোগ ছাড়া শান্তিপূর্ন ভাবে সকল কেন্দ্রের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোটে নৌকার প্রার্থী খান হাবিবুর রহমান ১৮ হাজার ৮শত ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপি সাঈদ নিয়াজ হোসেন শৈবল পেয়েছেন ৩শত ৩৮ ভোট