টি আর প্রকল্পের সভাপতির স্বাক্ষর জাল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ প্রমানিত হওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান (রাজু) কে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চলতি মাসের ৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন এ আদেশ দেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তালা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে ওই আদেশের পত্রটি পৌঁছায়।
মন্ত্রনালয়ের আদেশ পত্র সুত্রে জানাযায়, সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে একটি টিআর প্রকল্পের সভাপতির স্বাক্ষর জাল করে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু প্রায় উনসত্তর হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এনিয়ে স্থানীয় এলাকাবাসি তালা উপজেলা নির্বাহী অফিসার এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেন। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে সুপারিশ করে পত্র দেন। এরই প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজুকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো মর্মে আদেশ দেন।
তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারিফ-উল-হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে চেয়ারম্যান রাজু দুর্ণীতির দায়ে বহিস্কার হয়েছে খবর ছড়িয়ে পড়লে ইউনিয়নের বিভিন্ন বাজারে সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।