রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় ভয়াভয় অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৬ মার্চ) বেলা দেড়টা নাগাদ সদরের কাঁঠালতলী এলাকার আলম ডকইয়ার্ড-সংলগ্ন মসজিদ কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের সূত্রপাত হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। কাঁচা ঘর হওয়ার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ স্থানীয় জনগণ আগুন নেভানোর কাজে অংশ নেয়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক মোস্তফা মহসিন জানিয়েছেন, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই।
স্থানীয় ব্যক্তিরা জানান, সেখানে বসবাসরত মাহবুব আলমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. মোজাম্মেল হক বলেন, বেলা দেড়টা দিকে হঠাৎ আগুনের কুণ্ডলী দেখা যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই আশপাশের ঘরবাড়িতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস যথাসময়ে এসে পৌঁছালেও ঘনবসতি হওয়ার কারণে কাজ শুরু করতে দেরি হয়ে যায়।
আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস
আগুন লাগার কারণে আশপাশের দোকানদাররা আতঙ্কিত হয়ে দোকানের মালামাল রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে নিয়ে আসেন।
এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।