পুলিশ স্বামীর কোটিপতি স্ত্রী গোলজার বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুদকের করা মামলায় আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত তাকে কারাগারে পাঠান। একই সঙ্গে এই মামলায় আগামী ৬ এপ্রিল শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।
জানা গেছে, গোলজার বেগম চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। তার স্বামী নওয়াব বর্তমানে ঢাকায় সিআইডির এসআই পদে আছেন।
দুদক সূত্র জানায়, ১৯৯২ সালে কনস্টেবল পদে যোগ দেন নওয়াব আলী। তিনি দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকার মালিক সাজিয়েছেন স্ত্রী গোলজার বেগমকে। মাছ চাষ থেকে ১ কোটি ১০ লাখ টাকা আয় করেছেন বলে কাগজপত্রে দেখালেও বাস্তবে মাছ চাষের অস্তিত্ব পাওয়া যায়নি।
জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের মামলায় গোলজার বেগম, তার স্বামী এসআই নওয়াব আলীসহ চার আসামির বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু আসামিরা ধরাছোঁয়ার বাইরে ছিলেন। পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর আসামি গোলজার বেগম আজ আত্মসমর্পণ করেন।