প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিশুবান্ধব ও নিরাপদ দেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে। জাতির পিতার দেখানো পথেই চলছে সরকার।তিনি আরও বলেন, ‘জাতির পিতা শিশুদের খুব ভালোবাসতেন। শিশুদের জন্য শিশু অধিকার আইন করেন ১৯৭৪ সালে। তিনি শিশুদের জন্য প্রটেকশন সেন্টার খুলেছেন।
বুধবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় শিশু দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালিভাবে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন,আমাদের দেশের অধিকাংশ মানুষ গরিব ছিল। মানুষ খুব কষ্ট করত। ছোটবেলা থেকে জাতির পিতা মানুষের কষ্ট লাঘবে কাজ করেছেন। গোলা থেকে ধান ও বই-খাতা দিয়ে মানুষকে সাহায্য করেছেন। এমনকি নিজের ছাতাও দিয়ে দিয়েছেন। আমার দাদা-দাদি বাবাকে উৎসাহ দিতেন। তাদের খোকার (বঙ্গবন্ধু) কোনো আবদারে না করেননি তারা। মানুষকে কিছু দিতে কোনো দিন বাধা দেননি। তাকে সবসময় উৎসাহিত করেছেন। আমার দাদার কথা ছিল খোকা যা করত মানুষের মঙ্গলের জন্য করত।’