দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারী চালিত রিক্সাভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষে আরাফাত হোসেন নামে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছে অর্ণব নামে অপর এক মোটরসাইকেল আরোহী হাসপাতাল ভর্তি হয়েছে।
(১৯মার্চ) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বিরামপুর-নবাবগঞ্জ সড়কের নবাবগঞ্জ উপজেলার গরীবপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন (২২) বিরামপুর পৌর এলাকার প্রস্তমপুর ফকিরপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে। আহত অর্ণব (২৫) একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়-শুক্রবার ছুটির দিনে তিনবন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে পীরগঞ্জের ডা. ওয়াজেদ সেতুতে বেড়াতে গিয়েছিলো। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার গরীবপাড়া এলাকায় বিপরীতগামী দ্রুত গতির স্পীড ব্যাটারী চালিত একটি ভ্যানের সাথে তাদের মোটর সাইকেলটির মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ডাঃ আবুল কাশেম আরাফাত হোসেনকে মৃত ঘোষণা করে