সিলেট সীমান্তে মসজিদ পুনর্নির্মাণে বিএসএফ’র বাধা
নো ম্যানস ল্যান্ডে বিএসএফ’র বাঙ্কার নির্মাণ, পাল্টা অবস্থানে বিজিবি
সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্তে ২০০ বছরের প্রাচীন মসজিদ পুনর্নির্মাণে বাধা দিয়ে নো ম্যানস ল্যান্ডে বাঙ্কার বসিয়ে অবস্থান নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে বিএসএফের এ অবস্থানের কারণে পাল্টা অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সমস্যা সমাধানে আজ মঙ্গলবার বিকেল ৫টায় পতাকা বৈঠকে বসার কথা রয়েছে বিজিবি ও বিএসএফের।
বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী বলেন ‘ভারত সীমান্তে অবস্থিত ওই প্রাচীন মসজিদটির পুনর্নির্মাণ কাজে বাধা দেয় বিএসএফ। এরপর তারা বিধি বহির্ভূতভাবে ১৫০ গজের ভিতরে নো ম্যানস ল্যান্ডে বাঙ্কার নির্মাণ করে অবস্থান নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘সেখানে বিএসএফের অবস্থানের কারণে বিজিবিও সীমান্তে অবস্থান নিয়েছে। বিষয়টি সমাধানে বিকেল ৫টায় পতাকা বৈঠক বসবে।’
সুত্রঃBangladesh_Military_Affairs