আগুনে বিধ্বস্ত কক্সবাজার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে আরো ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে।
আজ মঙ্গলবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোহসীন কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ ব্রিফিংয়ে সচিব বলেন, ‘এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ আছে এমন তথ্য আমাদের কাছে নেই। কেউ নিখোঁজ আছে কিনা তা যাচাই করা হচ্ছে।’
তিনি আরো বলেন, এমন হতে পারে হয়তো ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের অনেকেই অন্য শিবিরে তাদের আত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছে। আগামীকাল এ বিষয়ে জানা যাবে। এজন্য ক্যাম্প ইনচার্জ ও আরআরআরসি অফিস কাজ করছে।
ত্রাণ সচিব মোহাম্মদ মোহসীন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় নয় হাজার ৩০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই পরিবারগুলোর সদস্য সংখ্যা প্রায় ৪৫ হাজার। এ ছাড়া আশ্রয় শিবিরগুলোর কাছে স্থানীয়দের প্রায় ২০০ ঘরবাড়ি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের আশ্রয় নিশ্চিত করতে এবং পুনর্বাসনের জন্য সরকার কাজ শুরু করেছে।
আরআরআরসি কার্যালয় সূত্র জানায়, উদ্ধার করা মরদেহগুলো রোহিঙ্গা শিবিরের কবরস্থানে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় দাফন করা হয়েছে।