ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এই হামলায় আহত হয়ে ১৪ সাংবাদিক এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। রাত ৮টায় দিকে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যান।
আহতদের মধ্যে রয়েছেন প্রথম আলোর প্রতিনিধি আসিফ, উজ্জ্বল বিশ্বাস, কামরুল হাসান, অর্নব, মাইনুল, নাঈম, সাকিব আবদুল্লাহ, মাইন আহামেদ, রুবেল হোসেন, মাহমুদা দিপা, রাফিন জয়, মাহমুদ, আরিফ, সজিবসহ আরও অনেকে।
এর আগে বিকেলে ছাত্রলীগের হামলায় বাংলা ট্রিবিউনের ঢাবি ক্যাম্পাস প্রতিনিধি আবিদ হাসান রাসেল ঢামেকে চিকিৎসা শেষে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন। টিএসসির সঞ্জীব চত্বরে তার ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। রাসেলের মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।