প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার (২৯ মার্চ) দুপুরে এই নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়- রাত দশটার পর অপ্রয়োজনে ঘরের বাইরে থাকা যাবে না, বেশি সংক্রমিত এলাকায় জনসমাগম পুরোপুরি নিষিদ্ধ করা, ঝুঁকিপূর্ণ এলাকায় আংশিক লকডাউনসহ ধর্মীয়, রাজনৈতিক সভা-সমাবেশ সীমিত করা, গণপরিবহনে আসনের অর্ধেক যাত্রীবহন করতে হবে।
এ ছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকায় আন্তঃজেলা যানবাহন চলাচল সীমিত করা। প্রয়োজনে বন্ধ করারও সিদ্ধান্ত নেয়া হবে। হোটেল-রেস্তোরাঁয় ধারণ ক্ষমতার অর্ধেক প্রবেশ করতে পারবে। জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া বাকি অফিস অর্ধেক জনবল দিয়ে পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।