দীর্ঘ দুই বছর পর দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
মঙ্গলবার (৩০ মার্চ) এনটিআরসিএর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১ জন। মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ২০ হাজার ৯৯৬ জন এবং সংরক্ষিত ২ হাজার ২০৭ জন নিয়োগ হবে।
এ নিয়োগের জন্য অনলাইন আবেদন আগামী ৪ এপ্রিল শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।