একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১ এপ্রিল)। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সংসদ অধিবেশনে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সংসদ সদস্যদের করোনা নেগেটিভ সনদের মেয়াদ থাকবে ৪৮ ঘন্টা।
সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণ উর্ধ্বগতির কারণে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া অধিবেশনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। এই অধিবেশন সংক্ষিপ্ত হবে, যা সর্বোচ্চ ৫ থেকে ৬ দিন চলতে পারে। অধিবেশনে ১০টি বিল পাসের অপেক্ষায় রয়েছে।
চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে অধিবেশন কাভার করতে সংসদে ঢুকতে পারবেন না সাংবাদিকরা। অধিবেশন চলার সময় ছাড়া অন্য যেকোনো সময় সেখানে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই। করোনা পরিস্থিতির কারণেই সাংবাদিকদের সংসদ ভবনে প্রবেশ পাস দেওয়া হচ্ছে না।