সারা দেশে লকডাউন ঘোষণার কারণে চলমান ১৬তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শনিবার (৩ এপ্রিল) এনটিআরসিএ সচিব (উপসচিব) ড. এ টি এম মাহবুব-উল করিম এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (৩ এপ্রিল) মৌখিক পরীক্ষা চলছে। তবে রোববার (৪ এপ্রিল) থেকে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। লকডাউন যতদিন থাকবে ততদিন এ পরীক্ষা বন্ধ থাকবে।
জানা গেছে, গত বছর নভেম্বরে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর থেকে।
চলতি মাসের মধ্যে এ মৌখিক পরীক্ষা শেষ করে মে মাসের মধ্যে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা কথা রয়েছে। তবে লকডাউন দীর্ঘায়িত হলে এ পরীক্ষার চূড়ান্ত ফল পিছিয়ে যেতে পারে।