হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে লেখালেখি করার অভিযোগে রাঙামাটিতে দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, রাঙামাটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবির হাসান ও কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। এদের মধ্যে আবির হাসানকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) এবং ওমর ফারুককে বুধবার (৭ এপ্রিল) বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) ছাত্রলীগের পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরো পড়ুন>>>>ছাত্রলীগের হামলা ঘটনা ১৪ সাংবাদিক হাসপাতালে
এ বিষয়ে রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দীন বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় পৌর ছাত্রলীগ থেকে আবির হাসানকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। তিনি রাঙামাটি সরকারি কলেজের ছাত্র।
এর আগে বুধবার (৭ এপ্রিল) কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুরুদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক এ আল লিমন সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে ওমর ফারুক নিজের ফেসবুকে আরেকটি পোস্টে লিখেছেন ‘আমি এখন মুক্ত’।