নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুরিকাঘাতের পর জবাই করে হত্যার শিকার হওয়া সেই যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম সালেহ আহমেদ (২৫)। সে সিলেট জেলার জালালাবাদ থানার নন্দীগাঁও এলাকার আলাউদ্দিনের ছেলে।
শনিবার (১৭ এপ্রিল) পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঘাতক ইমরানকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ইমরান হোসেন হত্যার বিষয়টি স্বীকার করে।
ইমরান বলে, ’৩১ মার্চ রাতে তার বন্ধু সালেহ আহম্মেদকে দাওয়াত করে তার বাড়িতে আনে। রাতের খাবারের পর রাত ১২টার দিকে ঐরাবো এলাকার এইচআরবি ইটভাটার উত্তর পাশে নিয়ে যায়। প্রথমে সালেহ আহমেদকে ছুরিকাঘাত করা হয় ও পরে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে জবাই করার পর মৃত্যু নিশ্চিত হয়ে পালিয়ে যায়।’
মামলার তদন্তকারী কর্মকর্তা নাহিদ মাসুম বলেন, ’১ এপ্রিল সালেহ আহমেদের গলাকাটা লাশ উপজেলার তারাব পৌরসভার ঐরাবো এলাকার এইচআরবি ইটভাটার উত্তর পাশে স্থানীয় রুহুল আমিনের জমি থেকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। নিহতের পরিচয় উদঘাটনে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি আপলোড করা হয়। প্রায় ১০-১২ দিন পর লাশের পরিচয় পায় যায়।’