খেতের ধান হাঁস খেয়েছে এ ঘটনায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নুরুল হোসেন ও সামায়ুন মিয়া। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষ থামাতে যান ৬০ বছরের বৃদ্ধ হোসেন আহমদ। তবে থামাতে যাওয়ায় কাল হয়ে দাঁড়াল ওই বৃদ্ধের।.
সংঘর্ষের সময় হোসেন আহমদের মাথায় লাঠির আঘাত লাগে। মাটিতে লুটিয়ে পরেন তিনি। সেখানেই মারা যান হোসেন আহমদ। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।.
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ বানিয়াচং উপজেলার প্রথমরেখ মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত হোসেন আহমদ ওই এলাকার হাজী আব্দুল ওয়াকিল মিয়ার ছেলে। আর আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বলেন, ‘দুপক্ষের সংঘর্ষ থামাতে গেলে ওই বৃদ্ধের মাথায় লাঠির আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’