মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে (১০)বছরের মাদরাসা ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষনের অভিযোগে মোঃ বিল্লাল বেপারী(৬০) নামে মাদরাসা পরিচালককে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় ধর্ষিতার খালা বাদী হয়ে সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে ডাসার থানায় মামলা দায়ের করেন।
আটক বিল্লাল বেপারী ডাসার থানার পান্তাপাড়া গ্রামের মৃত্যু সিরাজ বেপারীর ছেলে। সে পান্তাপাড়া খাতেমন নেছা হাফেজী মহিলা মাদ্রাসার পরিচালক।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, ওই শিক্ষার্থী কালকিনি উপজেলার ডাসার থানার পান্তাপাড়া খাতেমন নেছা হাফেজী মহিলা মাদরাসায় ৫ বছর যাবত পড়াশুনা করে। মাদরাসার পরিচালক বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে ওই ছাত্রীকে। এক পর্যায় রবিবার (২৫ এপ্রিল) মাদরাসার পরিচালক ছাত্রীকে ফুঁসলিয়ে তার নিজ বসত ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে। এসময় সে অসুস্থ্য হয়ে পড়লে মাদরাসার বোডিং এ রেখে যায়। এদিকে মেয়েটির আরেক খালাতো বোনও এ মাদরাসার শিক্ষার্থী। সে ওর অসুস্থ্যতা দেখে বিষয়টি জিজ্ঞেস করলে সে তার খালাতো বোনকে সব খুলে বলে। পরে তারা তাদের খালাকে জানান।
পরে সোমবার রাতেই মেয়েটির খালা বাদী হয়ে ডাসার থানায় ওই মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে, এবং আসামীকে রাতেই গ্রেফতার করা হয়েছে।