November 24, 2024, 8:01 pm
শিরোনাম:
শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে জাতীয় যুব পুরস্কার পেয়েছেন কক্সবাজারের নুরুল আফসার শিকদার মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন মনোহরদীতে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মনোহরদীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ মনোহরদীতে জনমত জরিপ ও প্রচার-প্রচারণায় এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী তৌহিদ সরকার মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী “আলোকিত গোতাশিয়া” ফেসবুক গ্রুপের পক্ষহতে ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে অসহায়দের মাঝে শিল্পমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে ব্রহ্মপুত্র নদী থেকে বালু উত্তোলনের দায়ে খননযন্ত্র ও বালুর স্তুপ জব্দ এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন মনোহরদীর ইউএনও হাছিবা খান

নান্দাইলে আমিই সব, অনুমতি না নিয়ে ঘরে ওঠায় তালা

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, এপ্রিল ৩০, ২০২১
  • 186 দেখুন

ময়মনসিংহের নান্দাইলে আমিই সব অনুমতি না নিয়ে ঘরে ওটায় তালা। আমার ওয়ার্ডে আমিই সব। এহানে ঘর অইছে,ওই সব ঘরে কেডা থাকবো না থাকবো এইডা আমার ব্যাপার। আমার ঘরে হেই মহিলা উঠছে কার কথা অনুমতি লইয়া? এর লাইগ্যা তালা মারছি।

ময়মনসিংহের নান্দাইলে মুজববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন ও ভূমিহীন পরিবারকে উপহার হিসেবে দেয়া চরভেলামারী নামক স্থানে একটি ঘরের বাসিন্দা এক বিধবাকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে স্থানীয় মেম্বার(ইউপি সদস্য) এ কথাগুলো বলেন।

স্থানীয় সূত্র জানায়,ওই ঘরগুলোর অবস্থান নান্দাইল সদর থেকে প্রায় পনের কিলোমিটার দূরে নান্দাইল ত্রিশাল সড়কের বালিপাড়া সেতুর নিচে ব্রহ্মপুত্র নদের পাড়ে। গত ১৪ জানুয়ারি ১০টি ঘর নির্মাণ শেষে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয় জমির দলিলপত্রসহ অন্যান্য কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। সেখানে ১নম্বর খতিয়ানের ২০৬৯ দাগে দ্বিকক্ষ বিশিষ্ট একটি সেমি পাকা ঘর বরাদ্ধ পান মৃত আবল কাশেমের স্ত্রী আনুয়ারা খাতুন। এক মেয়ে নাতি নিয়ে বসবাস শুরু করেন।

তিনি জানান, অনুমতি না নিয়ে ঘরে ওঠায় স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বার বাদল হোসাইন তাকে বের করে দেন। এক পর্যায়ে মেম্বার তাঁর কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় মেম্বার ক্ষিপ্ত হয়।

বিধবা আনুয়ারা বলেন,গতকাল বৃহস্পতিবার ভোরে ঘরে তালা মাইর‌্যা বাইরে গেলে আইয়া দেহি আমার তালার ওপর আরেকটা তালা। পরে জানতাম পারছি বাদল মেম্বারে তালা লাগাইয়া তইয়া গেছে। পরে লোকজন লইয়া মেম্বাররে তালা খুইল্যা দেওয়ার অনুরোধ করলে আমার কপালে ঘর নাই বলে তাড়াইয়া দেয়।

বাদল মেম্বার প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরে তালা লাগানোর কথা স্বীকার করলেও টাকা চাওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন,এইটা আমার এক লোকের জন্য বরাদ্ধকৃত ঘর। এইখানে আনুয়ারা উঠবে কেন। তার অত্যধিক সাহস।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আমার ওয়ার্ডে আমিই সব। এই সব ঘরে কে উঠবে আমার কাছে বলে উঠতে হবে। তাছাড়া বরাদ্ধ পাওয়া ঘরের মালিক আনুয়ারা একজন গাঁজা ব্যবসায়ী ও এলাকার খারাপ নারী।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন বলেন, মেম্বার যে কাজ করেছেন তা বেআইনি কাজ। এব‍্যপারে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

https://bd24news.com © All rights reserved © 2022

Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102