ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে অলৌকিক আগুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার (২ মে) ভোরে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক বলেন, বেশ কিছুদিন ধরে ছোট সিঙ্গয়া মুন্সিপাড়া এলাকায় অলৌকিক আগুনের ঘটনা শোনা যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা ভোরে ওই এলাকা থেকে ১২ জনকে আটক করে নিয়ে এসেছি জিজ্ঞাসবাদের জন্য। এই ১২ জনের মধ্যে যাদের ঘরে আগুন লেগেছে তারাও রয়েছে, আবার আশপাশের লোকজনও রয়েছে।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, মার্চের ২৯ তারিখ রাতে প্রথম আগুনের সূত্রপাতের পর অলৌকিকভাবে প্রতিদিন ৩-৪ বার আগুন লাগছে বাড়ির বিভিন্ন স্থানে। গত ১ মাসে শতাধিকবার আগুন লেগেছে বাড়িগুলোতে। আগুন নেভানোর জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি বৈদ্যূতিক পাম্প স্থাপন করেছেন গ্রামের লোকজন।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম ঘটনাস্থল পরিদর্শনের পর আর্থিক সহায়তা প্রদান চলাকালেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।