ঈদে বাড়িতে যাওয়া মানুষের দূর্ভোগের যেন শেষ নেই। তবুও ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে গ্রামে ছুটছে জনস্রোত।বিধি নিষেধ উপেক্ষা করে পরিবারের সাথে ঈদ করতে যেয়ে লাশ হতে হলো শরিয়তপুরের নড়িয়া উপজেলার কিশোর আনছার মাদবর(১৫)।
ফেরী থেকে নামতে গিয়ে ভীড়ের চাপে তিনি নিহত হন।
১২ মে দুপুরে মাদারীপুর শিবচরের বাংলা বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
শুধু আনছার মাদবর নয় ভীড়ের চাপে পড়ে আরো ৫ জন নারী পুরুষের মৃত্যু খবর পাওয়া গেছে।
ঘাট সুত্রে জানা যায়,শিমুলীয়া ঘাট থেকে মাদারীপুরের উদ্দেশ্যে আসা শাহ পরান ফেরীটি দুপুর ২ টার সময় ঘাটে ভীড়লে যাত্রীদের তাড়াহুড়ো করে নামার সময় ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,যাত্রীদের নামার সময় প্রতিযোগিতামুলকভাবে নামতে গিয়ে আনছার মাতব্বর অসুস্থ হয়ে মারা যায়।