আজকের যুগে নতুন কোনো গান সাফল্যের চার্ট বা তালিকার উপরদিকে না উঠলে শিল্পীর কদরই হয় না৷ কিন্তু কোনো নির্দিষ্ট ফর্মুলা কি সাফল্যের চাবিকাঠি হতে পারে? বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা সফল গানের কিছু বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন৷
কিছু গান শুনলে বোঝা যায়, কেন সেগুলি ‘হিট’ বা জনপ্রিয়৷ সে বিষয়ে সন্দেহের তেমন অবকাশ নেই৷ কিন্তু এর কারণ কী? মস্তিষ্ক গবেষক হিসেবে ভিনসেন্ট চেউং-এর মনে সেই প্রশ্ন জেগেছিল৷ তিনি জানতে চেয়েছিলেন সংগীতপ্রেমী হিসেবে কিছু গান কেন তার হৃদয় এত স্পর্শ করে৷
পৃথিবীকে মাতিয়ে রাখা কালজয়ী কিছু গান
অ্যাডেল: ‘স্কাইফল’ (২০১২)
২০১২ সালে জেমস বন্ড সিরিজের ‘স্কাইফল’ সিনেমায় ‘স্কাইফল’ গানের জন্য ব্রিটিশ গায়িকা অ্যাডেল অস্কার জেতেন৷ সিনেমায় এজেন্ট ০০৭ ড্যানিয়েল ক্রেগ আকাশ থেকে পড়ে যাচ্ছেন আর সঙ্গে নাটকীয় এই গান৷
পৃথিবীকে মাতিয়ে রাখা কালজয়ী কিছু গান
সেলিন ডিওন: ‘মাই হার্ট উইল গো অন’ (১৯৯৭)
মৃত্যুকে ছাপিয়ে ভালোবাসার জয়৷ ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘টাইটানিক’ সিনেমায় সেই ভালোবাসার জয়গান গাওয়া হয়েছে৷ সিনেমায় সেলিন ডিওনের ‘মাই হার্ট উইল গো অন’ বিশ্বজুড়ে প্রেমিক হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল৷
পৃথিবীকে মাতিয়ে রাখা কালজয়ী কিছু গান
সিন্ডি লোপার: ‘টাইম আফটার টাইম’ (১৯৮৪)
মার্কিন গায়িকা সিন্ডি লোপারের মিউজিক ভিডিও ‘টাইম আফটার টাইম’-এ দৈনন্দিন জীবনযাপনে ধীরে ধীরে ফিকে হতে থাকা নারী-পুরুষের ভালোবাসা দেখানো হয়েছে৷ সেখানে লোপার তার ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাচ্ছে, কিন্তু সারা জীবন সব পরিস্থিতিতে তাকে পাশে পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে৷
পৃথিবীকে মাতিয়ে রাখা কালজয়ী কিছু গান
ক্যাট স্টিভান্স: ‘ফাদার অ্যান্ড সন’ (১৯৭০)
ব্রিটিশ গায়ক ক্যাট স্টিভানের আসল নাম ইউসুফ ইসলাম৷ তার জনপ্রিয় গান ‘ফাদার অ্যান্ড সন’-এ একটি ছেলে তার বাবার ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ায় যুদ্ধে যেতে চায়৷
একটি ব্যান্ড নিজেদের এক সৃষ্টির মধ্যে সেই ধাঁচের প্রায় ৫০টি হিট গান অন্তর্গত করেছে৷ সেই মিউজিক ভিডিওতে এমন ছকে বাঁধা ফর্মুলা নিয়ে পরিহাসও করা হয়েছে৷ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক হিসেবে ড. স্টেফান বাউমান মনে করেন, ‘‘অনেক কাল ধরেই হিট ফর্মুলার সন্ধান চলছে৷ ‘হিট সং বিজ্ঞান’-কে কেন্দ্র করে কিছু কোম্পানিও পত্তন করা হলেও সেই প্রচেষ্টা বিফল হয়েছে৷ কারণ শেষ পর্যন্ত কোনো সংগীতকে এমন সাংগীতিক প্রেক্ষাপটে ফেলা হয়, যেগুলি দুই-তিন বছরের আগের মেজাজের তুলনায় একেবারেই ভিন্ন৷”
মোটকথা পপ মিউজিক যুগের ভাবধারা তুলে ধরে৷ আকর্ষণীয় সাউন্ড বা ধ্বনি এবং চতুর বিপণন কৌশল হিট গান সৃষ্টি করতে পারে৷ অ্যালগোরিদম নির্দিষ্ট কোনো স্টাইল ও শিল্পীকে ‘কুল’ অথবা ‘হট’ করে তুলতে পারে৷
যে সব গানের মধ্যে ‘ইউ’ বা ‘তুমি’ শব্দটি বার বার শোনা যায়, সেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়৷ অনেক কিছু সম্ভব হলেও সাফল্যের কোনো গ্যারেন্টি নেই৷ কারণ প্রবণতা ও জনপ্রিয়তার বিষয়টি অনিশ্চয়তায় ভরা৷