জাপানি টেনিস তারকা ওসাকা নাওমি বিশ্বের সর্বাধিক উপার্জনকারী নারী ক্রীড়াবিদে পরিণত হলেন।
স্পোর্টিকো নামক যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি পত্রিকা বুধবার সর্বাধিক উপার্জনকারী ক্রীড়াবিদদের একটি তালিকা প্রকাশ করে। ক্রীড়া ব্যবসা সংক্রান্ত সংবাদ প্রকাশ করে থাকে ঐ পত্রিকাটি। প্রতিটি ক্রীড়াবিদের বেতন, পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ এবং তাদের অনুমোদিত বিভিন্ন ব্র্যান্ড থেকে অর্জিত অর্থের উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বে ক্রীড়াবিদদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওসাকা গত বছর ৫ কোটি ৫২ লক্ষ ডলার আয় করেন। নারী ক্রীড়াবিদদের মধ্যে এই পরিমাণ হল সর্বোচ্চ এবং বিশ্বে প্রথম একশো জন উপার্জনকারীদের তালিকায় তার স্থান হল ১৫তম। জাপানি ক্রীড়াবিদদের মধ্যে তিনি হলেন শীর্ষ স্থানে।
ওসাকার আয়ের বেশিরভাগটাই আসে বিভিন্ন ব্র্যান্ডকে অনুমোদন করা থেকে।
অপর একজন টেনিস খেলোয়াড় নিশিকোরি কেই জাপানি পুরুষ ক্রীড়াবিদদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন। তার আয়ের পরিমাণ হল ২ কোটি ৬৬ লক্ষ ডলার। প্রথম একশো জনের তালিকায় তিনি হলেন ৮৮তম স্থানে।
আইরিশ মিক্সড মার্শাল আর্ট খেলোয়াড় কনর ম্যাকগ্রেগর রয়েছেন তালিকার শীর্ষে, তার আয়ের পরিমাণ হল ২০ কোটি ৮০ লক্ষ ডলার। এরপরেই রয়েছেন আর্জেন্টিনার পেশাদার ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি, তার আয়ের পরিমাণ ১২ কোটি ৬০ লক্ষ ডলার।
(সূত্র-NHK)