ঝালকাঠির রাজাপুর উপজেলার ২ নং শুক্তাগড় ইউনিয়নে ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) বিউটি সিকদারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুত্রæবার (১৮জুন) শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে নৌকা প্রতীকের উঠান বৈঠকে সাধারন জনতার উপস্থিতে জনসমুদ্রে পরিনত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ড’র আইনজীবি এম এ হালিম মন্টুর সভাপত্তিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিভিউশন কম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির।
ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাবু সঞ্জিব কুমার বিশ^াস, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান,যুব মহিলালীগ ঝালকাঠি জেলার সভানেত্রী ও ঝালকাঠি সদর ইউনিয়নের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এ এইচ এম খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,কাউখালি উপজেলার ভাইস চেয়ারম্যান মিদুল আহমেদ সুমন,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদর,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, যুব মহিলালীগ রাজাপুর উপজেলা শাখার সভানেত্রী নাজনীন পাখি,উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু,উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি সৈয়দ রিগান,নূর হোসেন মাস্টার প্রমুখ। অনুষ্টান শেষে (নৌকা প্রতীক) বিউটি সিকদার শুক্তাগড় ইউনিয়নকে একটি মডেল ও মাদক মুক্ত ইউনিয়ন উপহার দেয়ার অঙ্গিকার করে ইউনিয়ন বাসীর কাছে ভোট কামনা করেন।
অপরদিকে সাতুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) মোঃ মাইনুল হায়দার নিপু’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭জুন) সাতুরিয়া ইউপির লেবুবুনিয়া বাজারে নৌকা প্রতীকের উঠান বৈঠক জনসমুেদ্র পরিনত হয়। উঠান বৈঠকে জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোবাহান খাঁন এঁর সভাপতিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিভিউশন কম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির , জেলা আওয়ামীলীগের সহসভাপতি বাবু সঞ্জিব কুমার বিশ^াস, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট এএইচ এম খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাছির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ২নং শুক্তাগড় ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী বিউটি সিকদার, ৪নং গালুয়া ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী মোঃ পারভেজ, ৫নং বড়ইয়া ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শফিকুল রহমান ডেজলিং তালুকদার সহ জেলা-উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীসহ অত্র ইউনিয়নের সাধারন জনতা।
উঠান বৈঠকে বক্তারা বলেন, ১নং সাতুরিয়া ইউনিয়নবাসীর কাঙ্খিত উন্নয়নের জন্য ২১ জুন নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকা মার্কা বিজয়ে ইউনিয়নবাসী উন্নয়নের পাশাপাশি পাবেন শান্তিতে ও নিরাপত্তার সাথে বসবাসের শতভাগ নিশ্চয়তা।
উঠান বৈঠকে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মাইনুল হায়দার নিপু নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে এ সময় বলেন, ২১জুন (সোমবার) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত হবে। সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।