শেরপুর সদর উপজেলার মধ্যশেরী এলাকা থেকে দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানা পুলিশ। ২৩ই জুন (বুধবার) দিবাগত রাতে মধ্যশেরী উত্তর বারইপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আব্দুল জলিল (৪৫) ও খোদেজা বেগম (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই সুমনের নেতৃত্বে বুধবার রাত সাড়ে নয়টার দিকে একদল পুলিশ মধ্যশেরী উত্তর বারইপাড়ার জনৈক মকবর আলী বাসায় ভাড়াটিয়া খোদেজা বেগমের ঘরে তল্লাসী চালায়। তল্লাসীকালে ঘরের সামনে থেকে পলিথিনে মোড়ানো দশটি ব্যাগে দশ কেজি গাঁজা পাওয়া যায়।
এসময় গাঁজা রাখার দায়ে ভাড়াটিয়া সদর উপজেলার কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের শাহা আলীর স্ত্রী খোদেজা বেগম ও লক্ষিপুর সদর উপজেলার চররহিতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। পরে রাতেই সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ২৪ই জুন (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।