ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় গত২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা এবং হার বেড়ে প্রায় দ্বিগুন হয়েছে। একই সাথে মৃত্যুও বেড়েছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ২ জনের। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ৩৪জন। এর মধ্যে গত এক মাসেই মারা গেছে ১৮ জন।
নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৮২ জন। যা জেলায় এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। আক্রান্তের হার ৩২-০৬ ভাগ। এতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬৯৭ জন। বর্তমানে আইসোলেশনে আছে ৬৮২ জন।শেরপুর জেলা হাসপাতালে ভর্তি আছে ৭৮জন।
প্রতিদিনই করোনা রোগী ভর্তি বেড়েই চলেছে। রয়েছে চিকিৎসক সংকট। এ অবস্থা চলতে থাকলে জেলা হাসপাতালকে করোনা রোগীদের জন্যই খালি করতে হবে। সাধারণ রোগীদের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
সিভিল সার্জন ডা: একেএম আনোয়ারোর রউফ জানান, মানুষের মধ্যে এখনও সচেতনতা ফিরে আসেনাই। করোনার সংক্রমন শেরপুর জেলা শহরে এতদিন বেশী থাকলেও বর্তমানে তা সারা জেলায় বৃদ্ধি পাচ্ছে। এখনও সময় আছে মানুষকে সতর্ক হতে হবে। তা-না হলে আমাদের যে জনবল আছে তাতে চিকিৎসা সেবা দেয়া কঠিন হয়ে পড়বে।