পাবনার সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ন প্রকল্প-২ এর দুর্নীতি ঢাকতে পুনরায় ঘর মেরামতের কাজ শুরু হয়েছে। সাঁথিয়া উপজেলার মাঝগ্রামে দুস্থ্যদের জন্য নির্মিত ঘরের চালা খুলে দুই ফুট উঁচু করা হচ্ছে। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় পাবনার সাঁথিয়া উপজেলার গৃহহীনদের প্রথম পর্যায়ে ৩৭১ টি ঘর দেওয়া হয়। শুরু হয় আশ্রয়ন প্রকল্পের দেওয়া ঘরে বসবাস। ঘর নির্মাণে অনিয়ম হয়েছে বলে অভিযোগ ওঠে।
তারপর বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন ছাপা হলে কর্মকর্তাদের টনক নড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্রয়ন প্রকল্প-২ এর দুর্নীতির তদন্তের কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আশ্রয়ন প্রকল্পের সভাপতির নির্দেশ অনুযায়ী ঘর ভেঙে পুনরায় দুই ফুট উঁচু করে নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মাঝগ্রামের ১০ টি ঘরের চালা খুলে ফেলা হয়। তার আগে অস্থায়ী বসবাসের জন্য ১২ টি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে সেখানে স্থানান্তর করা হয়। মাঝগ্রামে গিয়ে দেখা যায়, প্রকল্পের ৫ টি ঘর বাদে সবকটি ঘরের চালা খুলে ফেলা হয়েছে। কেটে ফেলা হয়েছে বিদ্যুৎ সংযোগ। চালাগুলো একপাশে রেখে দেয়া হয়েছে। আশ্রয়ন প্রকল্পের ৮ নং ঘরের বাসিন্দা নাজমা খাতুন জানায়, নতুন করে ঘর মেরামত করা হচ্ছে। দেয়ালের সাথে একটু ধাক্কা লাগলেই পলেস্তারা উঠে যাচ্ছে। ঘরের চালা খোলার সময় বারান্দার একটি পিলার ভেঙে পড়েছে। খুশি খাতুন ও বীনা খাতুন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে আমরা নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছি। কিন্তু ঘরের নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়।
তারা এও বলেন, সামান্য বৃষ্টি হলে ঘরের চালা দিয়ে বৃষ্টি পড়ে। ছাগলের দড়িতে টান লাগলেই পলেস্তারা উঠে যাচ্ছে। বিষ্ণুপুরের অজিত কুমার একই অভিযোগ করে বলেন আমার ঘরের দেওয়াল ফেটে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ বলেন, জেলা প্রশাসক এবং উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে ঘর ভেঙে উঁচু করাসহ ছোট খাটো কিছু ত্রুটি থাকায় সেগুলো সংশোধনের জন্য মেরামত করা হচ্ছে। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন শনিবার (১০ জুলাই) নতুন করে মেরামত কাজের পরিদর্শন করেছেন।