জাপানী গবেষকরা, মডার্নার করোনাভাইরাস টিকার ২য় ডোজ নেয়ার পর অধিকাংশ টিকাগ্রহীতা জ্বর এবং মাথা ব্যাথার মত উপসর্গে ভোগেন বলে জানতে পেরেছেন। তাঁরা, প্রতি ৪ জনের মধ্যে ৩ জনের জ্বর এসেছে বলে জানান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা দলটি, মডার্না টিকার প্রথম ডোজ নেয়ার পর আত্মরক্ষা বাহিনীর প্রায় ৫ হাজার ২শ সদস্য এবং দ্বিতীয় ডোজ নেয়ার পর প্রায় ১ হাজার সদস্যের উপসর্গ নিয়ে গবেষণা করেন।
এতে দেখা যায় যে, টিকার প্রথম ডোজ গ্রহণের পরদিন ৪.৭ শতাংশের এবং দুদিন পর ২.২ শতাংশের ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি জ্বর আসে। তবে দ্বিতীয় ডোজ নেয়ার পরদিন ৭৫.৭ শতাংশ এবং দুদিন পর ২২.৩ শতাংশের জ্বর আসে।
জুনতেন্দো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অতিথি অধ্যাপক ইতো সুমিনোবু গবেষণা দলটির নেতৃত্বে রয়েছেন। অধ্যাপক ইতো, টিকার বিরূপ প্রতিক্রিয়া সাধারণত প্রায় তিনদিনের মধ্যে কমে গেলেও জ্বরের মাত্রা সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানান।
তিনি বলেন যে, তিনি চান বিশেষ করে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর টিকা গ্রহণকারীরা বিশ্রামের জন্য কর্মক্ষেত্র অথবা বিদ্যালয় থেকে প্রায় দুদিনের ছুটি গ্রহণ করুক।