পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ এর রেজিষ্ট্রেশন বিহীন গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টায় উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১ টি করে কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে থেকে টিকা গ্রহীতাদের ভীড় লক্ষ্য করা গেছে।
প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা আলাদা ৩ টি করে বুথের মাধ্যমে ৬ শ‘ জনকে এ টিকা প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের জন্য তিনজন পরির্দশক, ছয়জন করে স্বাস্থ্যকর্মী ও নয়জন স্বেচ্ছোসেবী কাজ করছেন। প্রাথমিক পর্যায়ে আজ একদিনের জন্য উপজেলার ৭ হাজার ৮ শত মানুষকে এ টিকা প্রদান করা হচ্ছে।
১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের রাজনীতির অভিভাবক জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি) মহোদয়ের সার্বিক তত্বাবধানে টিকাদান কর্মসূচির কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার, পটুয়াখালী জেলা প্রশাসক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার,
গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।