হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আকিজ বিড়ি ফ্যাক্টরি লি: দোয়া মাহাফিল, আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
আজ ১৫ই আগষ্ট রবিবার জাতীয় শোক দিবসে আকিজ বিড়ি ফ্যাক্টরি লি: ফ্যাক্টরিটির নিজেস্ব স্থাপনা, আল্লার দর্গা দৌলতপুরে বেলা ১১ টার সময় পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করে অনুষ্ঠানের সুচনা করা হয়, আলোচনা সভায় উপস্থিত অতিথিরা বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীনতা অর্জনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এবং সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আলহাজ্ব রেজাউল হক চৌধুরী বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে একটি বাংলাদেশ সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুর সোনার বাংলায় তার অসম্পূর্ণ কাজগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে।
বিশেষ অতিথি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.শরীফুদ্দিন রীমন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা আরো বলেন আকিজ বিড়ি ফ্যাক্টরি দলমত নির্বিশেষে সকলকে নিয়ে যে ভাবে জাতীয় শোক দিবস পালন করছে তা প্রসংসার দাবিদার। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলমত নির্বিশেষে সকলের। বক্তারা জানান এই শোককে শক্তিতে রূপান্তরিত করে কুষ্টিয়া অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিক ভাবে কাজ করে যাবে আকিজ বিড়ি ফ্যাক্টরি।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আঞ্চলিক ব্যাবস্থাপনা পরিচালক রসুল উদ্দিন পলাস, দোয়া মোনাজাত শেষে ফ্যাক্টরির শ্রমিক ও স্থানীয়দের মাঝে খাবার বিতরন করা হয়। এছাড়াও স্থানীয় উল্লেখযোগ্য এতিমখানা ও মাদ্রাসাগুলোতে খাবার বিতরন করা হয়, এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যাবস্থাপনা পরিচালক রসুল উদ্দিন পলাস।