নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপি মনোহরদী উপজেলা পরিষদের হলরুমে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে অলিম্পিয়াডের সিনিয়র দলে পাঁচকান্দী ডিগ্রী কলেজ দল প্রথম, খিদিরপুর ডিগ্রী কলেজ দল দ্বিতীয় ও সরদার আসমত আলী মহিলা কলেজ দল তৃতীয় স্থান লাভ করে।
জুনিয়র দলে মনোহরদী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় দল প্রথম, চালাকচর উচ্চ বিদ্যালয় দল দ্বিতীয় ও খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় দল তৃতীয় স্থান অধিকার করেছে। একই দিনে ১৩টি স্কুল মাদ্রাসার অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়। এ প্রতিযোগিতায় মনোহরদী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ১ম, চালাকচর উচ্চ বিদ্যালয় ২য় ও একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় ৩য় স্থান লাভ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ক্রেষ্ট তুলে দেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান, মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজতবা জুয়েলসহ অন্যান্য প্রতিষ্ঠান প্রধান ও কুইজে অংশ নেয়া শিক্ষার্থীবৃন্দ।