ময়মনসিংহের নান্দাইলে প্রেমিক বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিন্তু প্রেমিক কারাগারে। প্রেমের সর্ম্পক থাকায় একে অপরের হাত ধরে পালিয়ে যায় দুই কিশোর-কিশোরি। কোথাও খোঁজে না পেয়ে কিশোরির পরিবার থানায় অপহরণ মামলা দায়ের করে।
পুলিশ দুজনকে উদ্ধার করে কিশোরিকে পরিবারের জিম্মায় ও কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ অবস্থায় প্রেমিক কারাগারে থাকলেও প্রেমিকা বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে গত দুই দিন ধরে অবস্থান নেয়। এ ঘটনায় প্রেমিকের বাবা নিরাপত্তার জন্য আজ বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ধরনের ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, তারাপাশা গ্রামের সেলিম মিয়ার কিশোর পুত্র শাহজাহান (১৭) ও সোহরাব উদ্দিনের স্কুল পড়ুয়া কন্যার মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। তাদের বিয়েতে বাধ সাধে বয়স ও দুই পরিবার। এক পর্যায়ে ৬ আগষ্ট তারা বাড়ি থেকে পালিয়ে যায়। অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে কিশোরির পরিবার প্রথমে নান্দাইল থানায় একটি সাধারন ডায়রি ও পরে ২৩ আগষ্ট কিশোর, তার স্বজন এবং বন্ধুদের অভিযুক্ত করে অপহরণ মামলা দায়ের করেন। মামলার ২০দিন পর পুলিশ অপহৃত ও অপহরণকারীকে উদ্ধার করে আদালতে নিয়ে যায়। আদালত কিশোরির জবানবন্ধী রেকর্ডভুক্ত করে পরিবারের জিম্মায় দেন এবং অভিযুক্তকে কারাগারে পাঠায়। এদিকে প্রেমিক কারাগারে থাকলেও গত দুই দিন ধরে প্রেমিকা বিয়ের দাবি করে প্রেমিকের বাড়িতে গিয়ে হাজির হয়। এ ঘটনার পর কিশোরের বাবা বুধবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রুবেল মিয়া বলেন, ওই কিশোরি প্রেমিকার বাড়িতে অবস্থান নিয়েছে বিষয়টা জেনেছি। ছেলের বাবা বুধবার এই বিষয়ে একটি অভিযোগ দিয়েছে। আমরা তাদের উদ্ধার করে আদালতে দিয়েছি। এখন কি হলো তা পুলিশের দেখার বিষয় নয়।