ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের মুক্তাগাছার আবুল হোসেন (৫০), হালুয়াঘাটের মো. জামাল (৬০) ও জামালপুরের বকসীগঞ্জ উপজেলার জলি সাহা (৫৮) মারা যান। এ ছাড়াও ময়মনসিংহের ফুলপুর উপজেলার আজিম উদ্দিন (৬০) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৬৪ জনের মৃত্যু হলো।
এ ছাড়া গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছিল। ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে নতুন ১৩ জন ভর্তিসহ ৮৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে আছেন পাঁচজন। এ ছাড়াও সুস্থ হয়ে ছয়জন হাসপাতাল ছেড়ে গেছেন।