দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ ¯েøাগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে যুব ঋণের চেক, সনদপত্র বিতরণ ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রশিদ খান, সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম, খাদ্য কর্মকর্তা আজহারুল ইসলাম, সমবায় অফিসার মু. কামরুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মু. আইয়ুব আলী প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি মুহাম্মদ সাহিন যুব ঋণের চেক, সনদপত্র বিতরণ ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করেন।