ভোজ্যতেল আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানিতে ১৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এর আগে, গত ১৪ মার্চ এনবিআর উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ওপর মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়ে এক আদেশ জারি করে ।