বৈশ্বিক কার্বন নির্গমন হ্রাস ও দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর ঝালকাঠি সদস্যরা । শুক্রবার বেলা ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচি ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’ থেকে এ আহ্বান জানানো হয়। ই
য়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ এর উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে টিআইবি,ইয়ুথ অ্যাকশন সোসাইটি বাংলাদেশ স্কাউটসের সদস্যরা জলবায়ু ধর্মঘটে অংশ নেন। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ঝালকাঠি জেলার সমন্বয়কারী তন্ময় চন্দ অভির সভাপতিত্বে সহ-সমন্বয়ক সিরাজুল ইসলাম, সহ-সমন্বয়ক খুরশিদ জাহান, টি আই বি ঝালকাঠি জেলার সমন্বয়ক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা , বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব থেকে দেশকে বাঁচাতে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জেলা প্রশাসন ও সরকারের এগিয়ে আসার ও বিশ্ব নেতাদের এই উপকূলীয় দেশ গুলোর স্বার্থে কাজ করার আহ্বান জানান।